কক্সবাজারে চালকদের জন্য কর্মশালার আয়োজন

বিআরটিএ কক্সবাজার সার্কেলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী চালকদের সচেতনতামূলক কর্মশালা

সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই ঝরছে প্রাণ। দেশের সবখানেই প্রতিদিনই ঘটেছে দুর্ঘটনা। এ নিয়তি থেকে দেশবাসীকে রক্ষা করতে হলে সবাইকে হতে হবে সচেতন। সবচেয়ে বেশী প্রয়োজন চালকদের সচেতনতা। চালকদের মাঝে সচেতনতা বাড়াতে গত ১১ ডিসেম্বর রবিবার কক্সবাজারের অরুনোদয় স্কুলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সড়ক দূর্ঘটনা হ্রাসকল্পে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূ্লক কর্মশালা। ‌”আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” প্রতিপাদ্য নিয়ে এই কর্মশালার আয়োজন করে বিআরটিএ কক্সবাজার সার্কেল।

দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ কক্সবাজার সার্কেলের সহকারী পরিচালক(ইঞ্জিঃ) আনোয়ার হোসেন, ড্রাইভিং ইন্সট্রাক্টর মোঃ নুরুল আমিন, কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ্ ফাহমি আহমেদ ফয়সাল ও কক্সবাজার জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) আমজাদ হোসেন।

কর্মশালার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সহকারী সচিব জসিম উদ্দিন।

কর্মশালায় অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণীর যানবাহনের পেশাজীবি মোটরযান চালকগণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিআরটিএর মোটরযান পরিদর্শক তীর্থ প্রতীম বড়ুয়া।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.