চট্টগ্রামে বসবে তারুণ্যের উচ্ছ্বাস কবিতা উৎসব

চট্টগ্রাম কবিতার শহর। কবিতার শহরে বর্ণিল নানা অনুষ্ঠানমালায় ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিনের কবিতা উৎসব। আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’ আগামী ৮, ৯ ও ১০ ডিসেম্বর ২০২২ নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে এ কবিতা উৎসবের আয়োজন করেছে।

কবিতাময় তিনদিনের এ উৎসবের অনুষ্ঠানমালায় থাকছে কবিতার মিছিল, একক ও দলীয় আবৃত্তি, কবি-ছড়াকার কন্ঠে কবিতা ও ছড়া পাঠ, শিশু উৎসব, আবৃত্তির বিষয়ক গ্রন্থ প্রকাশ, কবিতার গান, উৎসব সংকলন প্রকাশ, নিবেদিত প্রযোজনা ও সুহৃদ সম্মিলন। উৎসবে দেশের ৮টি বিভাগের নন্দিত কবি-ছড়াকার-আবৃত্তিশিল্পীরা ছাড়াও অংশ নিচ্ছেন একঝাঁক তরুণ ও প্রতিশ্রুতিশীল শিল্পীরা। উৎসবটি উৎসর্গ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা, শহীদজায়া বেগম মুশতারী শফির স্মৃতির প্রতি।

উৎসবের প্রথম দিন ৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টায় উৎসব উদ্বোধন করবেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়ন্ত চট্টোপাধ্যায়। তারুণ্যের উচ্ছ্বাস সভাপতি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে অতিথি থাকবেন বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের যুগ্ম সদস্য সচিব অধ্যাপক ড. রূপা চক্রবর্ত্তী, দক্ষিন জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং বিকাশ লিমিটেডের জেনারেল ম্যানেজার সায়মা হাসান। এদিন আবৃত্তি, কবিতা ও ছড়াপাঠ করবেন চট্টগ্রামে বসবাসরত দেশের নন্দিত আবৃত্তিশিল্পী, কবি এবং ছড়াকারবৃন্দ।

উৎসবের দ্বিতীয় দিন ২৬ নভেম্বর শুক্রবার আয়োজন শুরু হবে সকাল ১০ টা থেকে। সকালে রয়েছে তারুণ্যের উচ্ছ্বাস সদস্য সম্মিলন। এদিন বিকেলে রয়েছে কবিতার মিছিল শিরোনামের শোভাযাত্রা। এরপর রয়েছে ‘শান্তনু বিশ্বাস স্মৃতি প্রণোদনা পদক’ প্রদান অনুষ্ঠান। এবছর প্রণোদনা পদক পাচ্ছেন নন্দিত আবৃত্তিশিল্পী তামান্না তিথি। এ পর্বে প্রধান অতিথি থাকবেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের যুগ্ম আহ্বায়ক দেওয়ান সাইদুল হাসান, জসীম উদ্দীন বকুল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, নাট্যজন শুভ্রা বিশ্বাস এবং দেশের জনপ্রিয় উপস্থাপক ও আবৃত্তিশিল্পী শারমিন লাকি। এদিন সারাদেশের ৮টি বিভাগ থেকে আমন্ত্রিত শিল্পীরা আবৃত্তি পরিবেশন করবেন।

উৎসবের তৃতীয় ও সমাপনী দিন ১০ ডিসেম্বর থাকছে শিশু উৎসব। এদিনের আয়োজনে প্রধান অতিথি থাকবেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়। শিশুসাহিত্যিক রাশেদ রউফের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন শিক্ষাবিদ অধ্যাপক রীতা দত্ত, বারকোড রেস্টুরেন্ট গ্রুপের চেয়ারম্যন মঞ্জুরুল হক, সংস্কৃতিজন আলী আজগর চৌধুরী এবং সজল চৌধুরী। এদিন তারুণ্যের উচ্ছ্বাস শিশু বিভাগের শিল্পীরা ছাড়াও আবৃত্তি পরিবেশন করবে বোধন আবৃত্তি পরিষদ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, অযান্ত্রিক বাচিক চর্চালয়, স্বদেশ আবৃত্তি সংগঠন, একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র, ছায়াতরু আবৃত্তি ও চারুকলা অনুশীলন কেন্দ্র এর শিশুশিল্পীরা।

দুইদিনের এ উৎসবের সহযোগিতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বিকাশ লিমিটেড, বারকোড রেস্টুরেন্ট গ্রুপ, ম্যক্স গ্রুপ এবং এসকেএফ।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.