সিরাজগঞ্জে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত র‍্যাব-পুলিশের অভিযানে সিরাজগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের ৩ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সম্প্রতি আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ে হামলা ও হাতবোমা বিস্ফোরণের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য–বিষয়ক সম্পাদক ও উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আলিম, রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোমিন এবং তাড়াশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শুকুর মির্জা।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গতকাল রাতে বিএনপি নেতা আবদুল আলিমকে র‍্যাব-৪-এর একটি দল ঢাকার দারুস সালাম এলাকা থেকে গ্রেপ্তার করেছে। র‍্যাবের পক্ষ থেকে বিষয়টি তাঁদের জানানো হয়েছে। আবদুল আলিম গত ২৯ নভেম্বর রাতে সলঙ্গা বাজারে থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি বলে জানান ওসি।

রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম বলেন, আজ সকালে অভিযান চালিয়ে উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মোমিনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ২৯ নভেম্বর রাতে উপজেলার ধানগড়া এলাকায় রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি।

তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আজ দুপুর ১২টার দিকে তাড়াশ বাজার এলাকা থেকে যুবদল নেতা শুকুর মির্জাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ২৯ নভেম্বর রাতে উপজেলার তালম ইউনিয়নের চারমাথা আকবর আলী বাজার এলাকায় হাতবোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.