জাতীয় সংগীত না পারায় শিক্ষকের বেতন স্থগিতের নির্দেশ ডিসির

জাতীয় সংগীত গাইতে না পারায় এক শিক্ষকের বেতন স্থগিতের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোগড়া উচ্চবিদ্যালয়ে এই ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক মো. শাহগীর আলম উপজেলার মোগড়া উচ্চবিদ্যালয় পরিদর্শনে এসে এ নির্দেশ দেন।

জাতীয় সংগীত গাইতে না পারা শিক্ষক হলেন শরীরচর্চার শিক্ষক মো. সোহরাব হোসেন। এ সময় বিদ্যালয়ে উপস্থিত না থাকায় শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেনকে কারণ দর্শানোর জন্য ইউএনওকে নির্দেশ দেন জেলা প্রশাসক।

জানা গেছে, জেলা প্রশাসক মো. শাহগীর আলম আজ সকাল সাড়ে ১০টার দিকে মোগড়া উচ্চবিদ্যালয়ে পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন খোঁজখবর নেন। শরীরচর্চা শিক্ষক মো. সোহরাব হোসেনের উপস্থিতির হার কম দেখতে পান। এ নিয়ে তাঁকে ভর্ৎসনা করেন ডিসি। একপর্যায়ে জাতীয় সংগীত গাইতে বলেন। কিন্তু তিনি সম্পূর্ণ সংগীত গাইতে না পারায় জেলা প্রশাসক রাগান্বিত হয়ে শরীরচর্চা শিক্ষকের বেতন স্থগিত রাখার নির্দেশ দেন। যত দিন পর্যন্ত ছাত্রছাত্রীরা শুদ্ধভাবে সম্পূর্ণ জাতীয় সংগীত গাইতে না পারবে, তত দিন পর্যন্ত বেতন স্থগিত থাকবে। এ ছাড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন বিদ্যালয়ে উপস্থিত না থাকায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলেন জেলা প্রশাসক।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিসি স্যার মোগড়া উচ্চবিদ্যালয়ে গিয়ে বিভিন্ন খোঁজখবর নেন। এ সময় সম্পূর্ণ জাতীয় সংগীত বলতে না পারায় ওই বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. সোহরাব হোসেনের বেতন স্থগিত রাখার জন্য মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন। শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেনকেও কারণ দর্শানোর নির্দেশ দেন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.