শুরু হলো তারুণ্যের উচ্ছ্বাসের তিনদিনের কবিতা উৎসব

বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করছেন অতিথিরা

চট্টগ্রাম কবিতার শহর। কবিতার শহরে গত পাঁচবছরের ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো এবারো বর্ণিল অনুষ্ঠানমালায় শুরু হয়েছে তিনদিনের কবিতা উৎসব। গতকাল ৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশের অন্যতম বাচিক শিল্প চর্চার সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’ এর আয়োজনে এ কবিতা উৎসবের উদ্বোধন করেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়ন্ত চট্টোপাধ্যায়।

উদ্বোধনের পর উদ্বোধনী বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা। এর পর ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও লেখিকা বেগম মুশতারী শফির প্রতিকৃতিতে। উল্লেখ্য তিনদিনের এ কবিতা উৎসব তাঁর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়।

উদ্বোধনী বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা

তারুণ্যের উচ্ছ্বাস সভাপতি কবি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী সভায় অতিথি ছিলেন কাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের সদস্য সচিব আবৃত্তিশিল্পী অধ্যাপক ড. রূপা চক্রবর্ত্তী, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তারুণ্যের উচ্ছ্বাস কবিতা উৎসব উদযাপন পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বেগম মুশতারী শফির সন্তান সমাজকর্মী মেহরাজ তাহসিন শফি।

বক্তব্য রাখছেন জয়ন্ত চট্টোপাধ্যায়

উদ্বোধনী সভায় বক্তারা বলেন, ‘মানব সভ্যতার রূপায়নে কবি ও কবিতা এক অবিচ্ছেদ্য অংশ। বিপ্লবীর রক্তে রঞ্জিত এই চট্টগ্রামে লিখিত হয়েছে শোষন মুক্তির মহাকাব্য। এখানেই রচিত হয়েছে একুশের প্রথম কবিতা। তারই ধারাবাহিকতায় বন্দরনগরীর বাঁকে বাঁকে জমা আছে কবিতার প্রবহমানতা। কবিতাকে ঘিরে তারুণ্যের উচ্ছ্বাসের এ বিশাল আয়োজন সেই প্রবহমানতারই ধারাবাহিকতা। ’

উদ্বোধনী পর্বের পর বেগম মুশতারী শফির লেখা থেকে পাঠ করেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, শুভ্রা বিশ্বাস, মিলি চৌধুরী, রেখা নাজনীন, ফারুক তাহের এবং প্রণব চৌধুরী। দুইদিনের এ আয়োজনের প্রথম দিনে আবৃত্তিশিল্পী শ্রাবণী দাশগুপ্তার সঞ্চালনায় আবৃত্তিতে অংশ নেন আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু, লুবাবা ফেরদৌসি সায়কা, বনকুসুম বড়ুয়া নুপুর, শাহরীয়ার তানজিম, শাহেদুল ইসলাম, জলি চৌধুরী, অনন্যা চৌধুরী, শামীমা ইয়াছমিন, তৈয়বা জহির আরশি, অনির্বান চৌধুরী, উমে সিং মারমা, ইকবাল হোসেন, ঐশী পাল, সুপ্রিয়া চৌধুরী, জেবুন নাহার শারমিন, বর্ষা চৌধুরী, মো: সেলিম ভূইয়া, মশরুর হোসেন, ফাইরুজ নাওয়াল, সায়রা বানু, বেনজির বিনতে শওকত, শাহাদাত হোসেন ও আল ইমরান। চট্টগ্রাম বন্ধুসভার আবৃ্ত্তিশিল্পী বেনজির বিনতে শওকতের পরিবেশিত পল্লীকবি জসীম উদ্দিনের দগ্ধ গ্রাম কবিতার পরিবেশনা প্রশংসা কুড়িয়েছে সকলের।

আবৃ্ত্তিশিল্পী বেনজির বিনতে শওকতের পরিবেশনা

এছাড়াও আয়োজনে কবিকণ্ঠে কবিতাপাঠ করেন কবি স্বপন দত্ত, সাথী দাশ, কমলেশ দাশগুপ্ত, রিজোয়ান মাহমুদ, নাজিমুদ্দীন শ্যামল, বিদ্যুৎ কুমার দাশ, পুলক পাল, নিশাত হাসিনা শিরিন, আলী প্রয়াস, ফাউজুল কবির, আশীষ সেন, হাফিজ রশিদ খান, শাহীন মাহমুদ, খালেদ হামিদী, অনুপমা অপরাজিতা এবং আজিজ কাজল।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.