সদরঘাটে লঞ্চের কর্মীদের ওপর কুলিদের হামলা

যাত্রীদের মালামাল রাখ নিয়ে কুলিদের সঙ্গে লঞ্চের কর্মীদের বিরোধ থেকে মারধরের ঘটনা ঘটে। ফাইল ছবি

রাজধানীর সদরঘাটে অ্যাডভেঞ্চার লঞ্চে কুলিদের হামলার ঘটনা ঘটেছে। এতে একজন আহত ও অপরজনকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। 

আজ শুক্রবার সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভেঞ্চার-১ লঞ্চের মালিক নিজাম উদ্দিন। 

নিজাম উদ্দিন বলেন, ‘ঈদের ছুটির মৌসুম চলছে। এখন অতিরিক্ত মালামাল বহনে নিষেধাজ্ঞা আছে। আর এমনিতেই সদরঘাটের কুলিরা লঞ্চের যাত্রীদের হয়রানি করে। আজ বিকেলে কয়েকজন কুলি জোর করে লঞ্চে মাল তুলে দিতে চায়। তখন লঞ্চের সুপারভাইজার তাদের বলেছে লঞ্চের হ্যাজের মধ্যে দিতে। কিন্তু তারা লঞ্চের নিচতলার ডেকে মালামাল রাখবে। কিন্তু আমরা যাত্রী রেখে তো মালামাল টানতে পারব না বলায় ২৫ থেকে ৩০ জন কুলি এসে লঞ্চের কর্মীদের ওপর হামলা করে। এতে আমার লঞ্চের সুপারভাইজার আহত হয়। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’ 

সদরঘাটে কোনো ইজারা নেই উল্লেখ করে নিজাম উদ্দিন বলেন, ‘অনেক দিন ধরে সদরঘাটের ইজারাদার নেই। ফলে কুলিরা যেভাবে পারছে যাত্রীদের ও লঞ্চকর্মীদের হয়রানি করে টাকা আদায় করছে।’ 

এদিকে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে কুলিদের কথিত সরদার আলমগীর কুলির বিরুদ্ধে। অভিযোগের বিষয় জানতে তাঁর মোবাইল ফোন নম্বরে একাধিকবার কলা করা হলেও তিনি সাড়া দেননি। 

লঞ্চে হামলার বিষয় জানতে চাইলে নৌ পুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুর রহমান খান বলেন, ‘বিষয়টি জেনেছি। লঞ্চের কর্মী ও কুলিদের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

যাত্রীদের হয়রানির অভিযোগ বিষয়ে ওসি বলেন, ‘কুলিদের বিরুদ্ধে অনেক অভিযোগ। প্রায়ই এমন ঘটনা ঘটে। এরপরও আমরা স্বাভাবিক রাখতে কাজ করছি।’

ওসি বলেন, ‘এ ঘটনায় তিন কুলিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তারা হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল। বিষয়টি মীমাংসা করতে উভয়পক্ষকে ডাকা হবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেব।’

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.