ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গায় ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীকে কাছ থেকে ১০ লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী। 

এর আগে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার খাড়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, বৃহস্পতিবার ভাঙ্গা বাজারের জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংক থেকে ৯ লাখ ৭৯ হাজার টাকা তোলেন ভুক্তভোগী। এছাড়া তার কাছে আগে থেকে ১৬ হাজার ৫০০ টাকা ছিল। টাকা নিয়ে অটোতে বাড়ি ফিরছিলেন। এমন সময় খাড়াকান্দি গ্রামে পৌঁছালে একটি প্রাইভেটকারে অপরিচিত চার যুবক দেশীয় অস্ত্রসহ তার গতিরোধ করে। পরে তারা ডিবি পরিচয়ে হাতে হ্যান্ডকাপ পরিয়ে প্রাইভেটকারের তোলে। গাড়িতে তুলে তাকে মারধর করা হয় ও তার চোখ বেঁধে টাকার ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। কিছুক্ষণ পর রাগদি ইউনিয়ন পরিষদের সামনে চোখ-মুখ বাঁধা অবস্থায় ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। 

ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশের অভিযান শুরু হয়েছে।

ফরিদপুর পুলিশ সুপার মো. শাহজাহান সমকালকে জানান, এ বিষয়ে পুলিশ কার্যক্রম শুরু করেছে। দ্রুতই অভিযুক্তদের আটক করা হবে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.