তরুণরা ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী ও মজবুত করবে: ডা. রাজীব রঞ্জন

তরুণরা ভারত-বাংলাদেশের সম্পর্ককে আরও শক্তিশালী ও মজবুত করবে বলে মন্তব্য করেছেন ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) নগরের জিইসি মোড়ের একটি রেস্তোরাঁয় বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনের (বিওয়াইডি) সকল ব্যাচের গেটটুগেদার অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

বিকেল সাড়ে পাঁচটায় শুরু হয় এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন। ২০১২ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ভারত সফরে যাওয়া আটটি ব্যাচের প্রায় ৪০ জন অংশ নেন এই আনন্দ আয়োজনে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সহকারী হাইকমিশনার বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক রক্তের এবং ঐতিহাসিক। দুই দেশের তরুণদের মধ্যে সম্পর্ক বিনিময় এবং ভারত সম্পর্কে জানার জন্য ২০১২ সাল থেকে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রাম চালু করে।

দুই দেশের চুক্তি অনুযায়ী ভারত সরকারের তত্বাবধানে প্রতিবছর ১০০ তরুণ ভারতের বিভিন্নযোগ্য স্থান ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এই প্রোগ্রামের মাধ্যমে দুই দেশের সম্পর্ক ভিন্ন মাত্রা পেয়েছে।

কারণ তরুণরাই হচ্ছে একটি দেশের সম্পদ। তরুণরা দুই দেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করবে। দুই দেশের ইতিহাস, সংস্কৃতি, খাবার, আচার অনুষ্ঠানে অনেক মিল রয়েছে। দুই দেশের মানুষের সম্পর্ক আত্মার। আমি মনেকরি এই গেটটুগেদার বিওয়াইডি সদস্যদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করবে। ফলে তারা নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে নানা কল্যাণকর কাজ করতে পারবেন।  

অনুষ্ঠানে সহকারী হাই কমিশনার বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন সদস্যদের জন্য প্রতিবছর একটি অনুষ্ঠান, ভিসার ক্ষেত্রে সহযোগিতা করা, বিওয়াইডি কর্ণার করাসহ নানা ঘোষণা দেন।

মুজাহিদুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিওয়াইডি সদস্য শিহাব জিশান। এছাড়াও বিওয়াইডির বিভিন্ন ব্যাচের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক সোহেল সরওয়ার, আইনজীবী সিদরাতুল মুনতাহা, প্রকৌশলী ইশতিয়াক উর রহমান, সাংবাদিক আজহার মাহমুদ, নাঈমুল ইসলাম চৌধুরী ও রাজীব দাশ। সবশেষে বিওয়াইডি সদস্য তাসমিনা অরিন ও আল তুষির ‘কইলজার ভেতর গাঁথি রাইখ্যুম তোঁয়ারে’ শিরোনামের গানের পরিবেশনার মাধ্যমে শেষ হয় আয়োজন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.