ময়মনসিংহে স্বস্তির বৃষ্টি

ছবি: সংগ্রহীত

তীব্র তাপদাহে সারা দেশবাসীর হাঁসফাঁস অবস্থা। এরই মধ্যে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে ময়মনসিংহে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যার দিকে আধা ঘণ্টার মতো মাঝারি রকমের বৃষ্টিপাত হয় জেলার অধিকাংশ এলাকায়।

ময়মনসিংহে বৃষ্টি নেমেছে। ছবি: সময় সংবাদ

ময়মনসিংহে বৃষ্টি নেমেছে। ছবি: সংগৃহীত

এক পশলা বৃষ্টিতে নাগরিক জীবনে স্বস্তির আমেজ লক্ষ্য করা গেছে। অথচ গত এক সপ্তাহেও প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছিলেন জেলার মানুষজন।

বৃহস্পতিবার বিকেল ময়মনসিংহ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে ময়মনসিংহে সর্বোচ্চ ৩৯ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বিরাজ করেছিল। গরমে কাহিল মানুষ বৃষ্টির জন্য উন্মুখ হয়ে ছিলেন। নগরের গাঙ্গিনারপার, চরপাড়া, নতুন বাজার, কালিঝুলি বিভিন্ন এলাকায় মাঝারি রকমের বৃষ্টিপাত হয়।

সন্ধ্যার দিকে শুরু হয় দমকা বাতাস। যদিও এ বৃষ্টির স্থায়িত্ব ছিল মাত্র ৩০ মিনিট। মৌসুমি বায়ুর প্রভাবে আগুনঝরা দিনে স্বস্তির আমেজ নিয়ে এক পশলা বৃষ্টিতে কাকভেজা হতে দেখা যায় শহরের পথচারীদের।

অনেকেই আবার খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজেছেন মনের আনন্দে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে মনের আনন্দ প্রকাশ করে পোস্ট দেন। বৃষ্টির স্থায়িত্ব কম হলেও শহরের পিচঢালা রাজপথ এবং গাছগুলোও যেন প্রাণ ফিরে পেয়েছে।


সাইফুল ইসলাম নামে এক কলেজ প্রভাষক জানান, কাঙ্ক্ষিত বৃষ্টির মাধ্যমে জনজীবনে স্বস্তি নেমে এসেছে। এ ছাড়া এই বৃষ্টিপাতের ফলে কৃষকরাও অনেক উপকৃত হবেন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.