দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫, বাড়িঘর ভাঙচুর

কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত ও অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার চিলমারী ইউনিয়নে বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এ সময় চারটি ঘরে অগ্নিসংযোগ ও কয়েকটি বাড়িতে ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চিলমারী বাজারের পাশ দিয়ে রাস্তা করাকে কেন্দ্র করে স্থানীয় শিকদার ও খাঁ বংশের সঙ্গে মণ্ডল বংশের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ দিন বিকেলে মণ্ডল বংশের লোকজন চিলমারী বাজারে বসে ছিলেন। এ সময় শিকদার ও খাঁ বংশের লোকজন তাঁদের ওপর হামলা চালান। এতে উভয়পক্ষের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টা চলা সংঘর্ষে উভয়পক্ষের সাগর, বিনা, ফারুক, নাসির, আনিছুর ডাক্তার, নুরী ডাক্তার, ফজলু, হাবলু, হালিমা, হালিমা-২, আশরাফুলসহ অন্তত ২৫ জন আহত হন। ইকবাল, রানা, মোজাম্মেলসহ চারটি পরিবারের ঘরে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করা হয়। কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়। আগুন নেভাতে গিয়ে কয়েকজন দগ্ধ হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ৯টা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল, দৌলতপুর থানার ওসি মজিবুর রহমানসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার আসিফ ইকবাল বলেন, দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষ ঘটেছে। সিকদার ও খাঁ পক্ষের লোকজন মণ্ডল পক্ষের লোকজনের বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। মামলা হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.