নগরবাসী সুপেয় পানি চায়

ছবি: সংগৃহীত

নগরবাসী লবণাক্ত নয়, সুপেয় পানি চায় বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং নাগরিক উদ্যোগের চট্টগ্রামের প্রধান উপদেষ্টা খোরশেদ আলম সুজন। লবণাক্ত পানি নিয়ে অতিষ্ঠ নগরবাসীর ক্ষোভ জানাতে মঙ্গলবার সকালে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহর সঙ্গে দেখা করে এ ক্ষোভের কথা জানান তিনি।

নগরবাসীর বিভিন্ন অভিযোগ নিয়ে মতবিনিময়ের সময় খোরশেদ আলম বলেন, চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগরী। এটিকে বাণিজ্যিক নগরীও বলা হয়। এই শহরের প্রায় এক কোটি জনগণের পানির চাহিদার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে ওয়াসাকে বড় আকারের বরাদ্দ দেন। তবে বেশ কিছুদিন ধরে ওয়াসা নগরবাসীর কাছে লবণাক্ত পানি সরবরাহ করছে, যা অত্যন্ত দুঃখজনক। নগরীর ৯, ১০, ১১, ২৩, ২৪, ৩৬, ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডসহ আরও কিছু ওয়ার্ডের গ্রাহকরা সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছেন।

জবাবে ওয়াসার এমডি প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ প্রথমেই নগরবাসীর কাছে লবণাক্ত পানি সরবরাহ নিয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, বৃষ্টির অভাবে উজান থেকে কাপ্তাই লেকের পানি আসতে না পারায় ওয়াসার পানি সংগ্রহের স্থানে জোয়ারের পানি প্রবেশ করছে। পানি সংগ্রহ বিঘ্নিত হওয়ায় ওয়াসার উৎপাদন অনেকাংশে কমে গেছে। কালুরঘাটে অবস্থিত গভীর নলকূপ এবং সংগৃহীত পানি দিয়ে আপাতত চাহিদা পূরণ করতে হচ্ছে। বৃষ্টি হলেই পানির উৎপাদন স্বাভাবিক এবং সঞ্চালন লাইনে নগরবাসী পানি সরবরাহ পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়াসার সচিব শাহিদা ফাতেমা চৌধুরী, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াছ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম, আব্দুর রহমান মিয়া, সদস্য সচিব মো. হোসেন, মোরশেদ আলম, মো. শাহজাহান, সাহেদ বশর প্রমুখ।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.