ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল ইপসা

ত্রাণ গ্রহনের জন্য লাইনে দাঁড়িয়েছেন ক্ষতিগ্রস্তরা। ছবিঃ বেলা অবেলা

কক্সবাজার ও টেকনাফের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দাদের মধ্যে গতকাল সোমবার ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ হিসেবে জালিয়াপাড়ার ৭২০টি পরিবারকে চিড়া, গুড়, বিশুদ্ধ পানি, তরল দুধ (শিশু খাদ্য) ও ওরস্যালাইন দেওয়া হয়। এ উদ্যোগে সহযোেগিতা করে জাপানি দাতা সংস্থা শাপলা নীড়।

এর আগে গত রোববার শাহপরীর দ্বীপ ঘেঁষে মিয়ানমারে ঘূর্ণিঝড় মোখা আঘাত হানে। মোখার আঘাত থেকে বাঁচতে জালিয়াপাড়ার মৎস্যজীবীরা জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাইক্লোন শেল্টারে আশ্রয় নেন। এখানে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা কক্সবাজার জেলা প্রশাসন ও টেকনাফ উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ত্রাণ বিতরণের উদ্যোগ নেয়।

ত্রাণ পেয়ে অনেক খুশি হয়েছেন বলে জানান নুরজাহান বেগম। স্থানীয় সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম বলেন, ‘এই এলাকায় ত্রাণসামগ্রী দেওয়ায় আমার পক্ষ থেকে ইপসা ও শাপলা নীড়কে আন্তরিক ধন্যবাদ। আপনারা যতটুকু দিয়েছেন, তাতে আমি ও আমার ওয়ার্ডের মানুষ সন্তুষ্ট। আগামী দিনে এ ধরনের দুর্যোগ হলে আপনারা আমাদের পাশে থাকবেন বলে আমি আশাবাদী।’

এই জরুরী ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার’র প্রতিনিধি উপজেলা সমবায় অফিসার দীপক দাস, ইপসা’র পরিচালক (অর্থ) ও ইমারজেন্সী ফোকাল পলাশ চৌধুরী, ইপসা কক্সবাজারের ফোকাল পার্সন মোহাম্মদ হারুন, সাবরাং ইউনিয়নের পরিষদের ৯ নম্বর শাহপরীর দ্বীপ ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম, ইপসা টেকনাফের ফোকাল পার্সন রাশেদুল করিম প্রমুখ।

উল্লেখ্য যে, ইপসা ঘূর্ণিঝড় “মোখা” মোকাবিলার চট্টগ্রাম জেলা প্রশাসন, কক্সবাজার জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে যৌথভাবে ব্যাপক প্রস্তুতি ও গণসচেতনতা কার্যক্রম গ্রহন করেছিল এবং কক্সবাজার জেলা প্রশাসনের সমন্বয়ে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া জনগোষ্ঠীকে জরুরী খাবার পানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে। পাশাপাশি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনসমূহের সাথে সমন্বয় করে ইপসা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় এবং সীতাকুন্ড ও বাঁশখালী উপজেলায় এবং কক্সবাজারের বিভিন্ন উপজেলায় ঘূর্ণিঝড় “মোখা” মোকাবিলার ব্যাপক সচেতনতা কার্যক্রম গ্রহন করেছিল।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.