পুলিশের উপস্থিতিতে সাংবাদিকের নাক ফাটাল মাদকসেবী

জামালপুরের মাদারগঞ্জে পুলিশের সামনেই ঘুষি দিয়ে এক সাংবাদিকের নাক ফাটিয়ে দিয়েছে এক মাদকসেবী। এ ঘটনায় আহত সাংবাদিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদারগঞ্জ থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক শাহীন মোহাম্মদ উপজেলার বালিজুড়ি বাজার এলাকার মো. তৈয়ব আলীর ছেলে। তিনি একটি জাতীয় দৈনিকের মাদারগঞ্জ উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত। 

ভুক্তভোগী জানান, আজ বিকেলে মাদারগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে কয়েকজন মাদকসেবীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। খবর পেয়ে তিনি সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে ছুটে যান। ফেরার পথে মারুফ হাসান নামে এক মাদকসেবী তার দিকে তেড়ে আসে এবং মারধর করতে উদ্যত হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে নিবৃত্ত করে।  

ভুক্তভোগী সাংবাদিক থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ওই মাদকসেবীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। কিন্তু পুলিশের গাড়ি থেকে নেমেই থানা প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা ওই সাংবাদিকের ওপর হামলা করে মারুফ। এ সময় এক ঘুষিতে সাংবাদিকের নাক ফাঁটিয়ে দেয় সে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ওই মাদকসেবীর উপযুক্ত শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন মাদারগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার। তিনি বলেন, ঘটনাটি দুঃখজনক ও অনাকাঙ্খিত। এ ঘটনায় অভিযুক্ত মারুফ হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.