উখিয়ায় ইপসা’র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

‘এগিয়ে যাওয়ার প্রত্যয়ে কাজ করছে ইপসা’

‘একটা গ্রাম থেকে শুরু হয়ে ইপসার পরিসর ধীরে ধীরে বড় হয়েছে। গ্রাম থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে বিভিন্ন জেলাতে ছড়িয়ে পড়েছে ইপসা। এভাবেই সকলের ভালোবাসা নিয়ে ইপসা যেতে চায় আরও অনেকদূর। এজন্য এখন থেকেই সকলকে প্রস্তুত হতে হবে। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে পথ চললেই এগিয়ে যাওয়া সম্ভব। সবাইকে সাথে নিয়েই এগিয়ে যাওয়ার প্রত্যয়ে কাজ করছে ইপসা।’ উখিয়ায় ইয়ং পাওয়ার ইন স্যোশাল অ্যাকশানের (ইপসা) ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আয়োজনে অংশ নিয়ে এসব কথা বলেন ইপসা’র প্রধান নির্বাহী মোহাম্মদ আরিফুর রহমান। ৩০ মে মঙ্গলবার বিকেলে উখিয়ার গ্লোবাল ট্রেনিং সেন্টারে বসে জন্মদিনের এই আনন্দযজ্ঞের আসর।

বিকেল তিনটায় রিফাত জাহান ও শিহাব জিশানের সঞ্চালনায় শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ আয়োজন। শুরুতেই ছিল সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের পরিবেশনা। এরপর ইপসা’র ধারণাপত্র পাঠ নিয়ে মঞ্চে আসেন ইপসা সিটি প্রকল্পের কেইস ম্যানেজার তাহমিদা আক্তার, সিপি প্রকল্পের টেকনিক্যাল কর্মকর্তা জয়নব জাহান নাসরিন ও ইআইই প্রকল্পের টেকনিক্যাল কর্মকর্তা বেঞ্জু বড়ুয়া। ধারণাপত্র পাঠ শেষে শুরু হয় জন্মদিনের কেক কাটার আয়োজন।

কেক কাটা শেষে কথামালা নিয়ে মঞ্চে একে একে হাজির হন উখিয়াতে ইপসা পরিচালিত বিভিন্ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপকেরা। একে একে কথামালা নিয়ে মঞ্চে আসেন জিএফএ প্রকল্পের ইসমাইল ফারুক মানিক, এইচএআই বিডি প্রকল্পের রুবেল হাবিব, সিওসি প্রকল্পের রুহুল্লা খান কামাল, সিসিএসডিএসএ প্রকল্পের শিহাব জিশান, গ্যাক প্রকল্পের মরিয়ম আক্তার, চাইল্ড প্রোটেকশান প্রকল্পের আব্দুন নুর তুষার, ইয়ুথরাইজ প্রকল্পের আদিল মোহাম্মদ নিজাম উদ্দিন, শিক্ষা প্রকল্পের শেখ ওবায়দুল হক শামীম, ইসিডব্লিউ প্রকল্পের মাসুদুর রহমান ও সিসিমি কর্মশালা প্রকল্পের রিফাত জাহান। প্রকল্প প্রধানদের প্রত্যেকেই ইপসা’র প্রতি নিজেদের ভালোবাসার কথা তুলে ধরে আগামী দিনগুলোতে প্রকল্পকে আরও বেশী বেগবান করার আশা ব্যক্ত করেন।

প্রকল্প প্রধানদের বক্তব্যের পরে কথামালা নিয়ে মঞ্চে আসেন ইপসা কক্সবাজারের ফোকাল পার্সন মোহাম্মদ হারুন, নারীর সুরক্ষা ও ক্ষমতায়ন বিষয়ক ব্যবস্থাপক জকি দেওয়ান, ইপসার ইয়ুথ কোঅর্ডিনেটর আফরা নাওয়ার রহমান, রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রামের ব্যবস্থাপক জিশু বড়ুয়া, সহকারী পরিচালক ও হেড অব রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রাম মোহাম্মদ শহীদুল ইসলাম এবং ইপসা’র সাধারণ সদস্য ড. শামসুন্নাহার চৌধুরী। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ‘ইপসা এখন তাঁর যৌবন পার করছে। ইতিমধ্যেই ইপসা দেশ বিদেশের অসংখ্য পুরস্কার অর্জন করছে। সেই সাথে কুড়িয়েছে প্রশংসাও। ইপসার এই অগ্রযাত্রাকে সবাই মিলে আরও বেশী এগিয়ে নিতে হবে। এটিই হোক আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার।’

সবশেষে ইপসা’র প্রধান নির্বাহী মোহাম্মদ আরিফুর রহমানের বক্তব্যের মাধ্যমে পর্দা নামে জন্মদিনের আনন্দযজ্ঞের আয়োজনের। এসময় আরিফুর রহমান আরও বলেন, ‘জীবনে যদি স্বপ্নের বাস্তবায়ন করতে চান, সফল হতে চান তবে তা কখনোই অল্প সময়ে হবে না। স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন ধৈর্য্য ও পরিশ্রম। ভালো লাগা মন্দ লাগা জীবনে থাকবেই। কিন্তু কখনোই হতাশ হওয়া যাবে না।’

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.