অবৈধ আইপিটিভির বিরূদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

অবৈধ আইপিটিভি, তথাকথিত টিভি নামে চালানো ইউটিউব চ্যানেলের বিরূদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে টিভি জার্নালিস্টস এসোসিয়েশন চট্টগ্রাম।

একইসঙ্গে দেশের আইন ও নীতিমালা না মেনে আইপিটিভি, টিভি নাম দিয়ে পরিচালিত ইউটিউব চ্যানেল বন্ধে প্রশাসনের চলমান অভিযানকে সাধুবাদ জানিয়েছে সংগঠনটি।

বুধবার (২৮ জুন) এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি নাসির উদ্দিন তোতা এবং সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা জানান, কয়েক বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় কোনো আইন–কানুন বা নীতিমালার তোয়াক্কা না করে অসংখ্য ভুইফোঁড় টিভি চ্যানেল নামে ইউটিউব চ্যানেল পরিচালনা করা হচ্ছে৷ এসব চ্যানেল কন্টেন্ট তৈরির নামে সংবাদ পরিবেশন করে আসছে। এরা প্রশাসন বা আইনি পদক্ষেপের বিপরীতে নিজেদের কন্টেন্ট ক্রিয়েটর নামে পরিচয় দিলেও প্রতিষ্ঠানের নামের সাথে টিভি যুক্ত করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আসছে। এসব চ্যানেলে সংবাদ প্রচার করা যাবে না বলে সুস্পষ্টভাবে উল্লেখ থাকা সত্বেও প্রচলিত আইন ও নীতিমালা লংঘন করে এসব প্রতিষ্ঠান অবৈধভাবে সংবাদ পরিবেশনের নামে অনেক মানুষকে অযথা হয়রানি করে আসছে৷

এছাড়া এসব প্রতিষ্ঠান সাংবাদিকতার নাম দিয়ে নানা ধরণের অপরাধমূলক কর্মকান্ডেও লিপ্ত রয়েছে। এদের কারণে বিভিন্ন জায়গায় সাংবাদিকতা পেশার মর্যাদাহানি হচ্ছে মনে করে টিভি জার্নালিস্টস এসোসিয়েশন চট্টগ্রাম।

টিভি জার্নালিস্টস এসোসিয়েশনের নেতৃবৃন্দ এই ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে সারাদেশে চলমান অভিযান অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.