বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, ভোগান্তি

বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ব্যাংক পাড়া থেকে ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে ভারী বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বুধবার দিনভর থেমে থেমে বৃষ্টি হয়। এতে পানি জমলে লোকজন ভোগান্তিতে পড়েন।

জলাবদ্ধতা নিরসনে নগরীতে ১১ হাজার কোটি টাকার চারটি প্রকল্পের কাজ চলছে। এসব প্রকল্পের আওতায় ইতোমধ্যে ব্যয়ও হয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে দাবি করছেন নগরীর অনেক বাসিন্দা।

তারা বলছেন, পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। সামান্য বৃষ্টিতেও অনেক সময় পানি জমে যাচ্ছে।

চট্টগ্রাম আবহাওয়া দপ্তর জানায়, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬১ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, খাল-নালাগুলো বর্জ্যে ঠাসা। খালের পাড়ে রিটেইনিং ওয়াল নির্মাণের কারণে পানি নামার পথ বন্ধ হয়ে গেছে। দখল হয়ে আছে অধিকাংশ খাল-নালা। এসব কারণে পানি নামতে পারছে না। অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হয়।

বুধবারের বৃষ্টিতে নগরের পাঁচলাইশ আবাসিক এলাকা, চকবাজার, বাকলিয়া, শুলকবহর, কাপাসগোলা, পাঠানটুলিসহ নগরের বিভিন্ন এলাকায় গোড়ালি থেকে হাঁটুপানি জমে যায়।

নগরীর বহদ্দারহাটের বাসিন্দা জাহেদুল ইসলাম জানান, দুপুরে জরুরি কাজে তিনি চকবাজার যাওয়ার জন্য বের হন। গিয়ে দেখেন সড়কে গোড়ালি পর্যন্ত পানি জমে আছে।

একই এলাকায় গিয়ে দুর্ভোগে পড়েন আবদুল হামিদ। তিনি বলেন, খাল-নালা পরিষ্কার না করায় বৃষ্টির পানি নামতে পারছে না।

তবে চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোবারক আলী বলেন, নালা পরিষ্কার থাকায় পানি জমলেও দ্রুত নেমে গেছে। নালা-নর্দমা ও খালগুলো নিয়মিত পরিষ্কার করা হচ্ছে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.