জাতির পিতার আদর্শে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে কেন্দ্র প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ শেষে মোনাজাত করা হয়।এ সময় কেন্দ্রের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

পরে ড্রামা স্টুডিওতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর ড. অনুপম সেন।

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুর আনোয়ার হোসেন রনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে 
বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের  সাবেক ডিন প্রফেসর এবিএম আবু নোমান, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের অতিরিক্ত পরিচালক (অর্থ) আতাউর রহমান, মুখ্য চিত্রগ্রাহক পান্থ রেজা, প্রোগ্রাম ম্যানেজার রোমানা শারমীন ও ইঞ্জিনিয়ারিং ম্যানেজার সায়েম ইবনে আকবর।

বক্তারা জাতির পিতার আদর্শ অন্তরে লালন করে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। পরে দোয়া মাহফিলে পনেরোই আগস্টের শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।  মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাওলানা নুর মোহাম্মদ আজিজি।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.