চট্টগ্রামে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে নলেজ শেয়ারিং অন ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা। গতকাল শনিবার সকালে চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়ন এবং ইন্টার নিউজের সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিডির আয়োজনে এ প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহন করেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সুজন ঘোষ, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক আজহার মাহমুদ, ইংরেজি দৈনিক ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক এফ এম মিজানুর রহমান, বনিক বার্তার নিজস্ব প্রতিবেদক দেবব্রত রায়, ডয়েচে ভেলে একাডেমীর শিহাব জিশান, মাছরাঙ্গা টেলিভিশনের স্টাফ রির্পোটার আবদুল্লাহ রাকিব, ডেইলি সানের রির্পোটার খাইরুল আনোয়ার কানন, বেলা-অবেলা অনলাইন পোর্টালের রির্পোটার পায়েল ঘোষ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট আহসান রিটন এবং ভিডিওগ্রাফার তারাচরণ দাশগুপ্ত। কর্মশালাটি পরিচালনা করে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন চট্টগ্রাম ব্যুরো প্রধান অনুপম শীল।

দিনব্যাপী এ কর্মশালায় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের সঠিকতা নিরুপণে বিভিন্ন প্রক্রিয়া নিয়ে ধারনা দেওয়া হয়। মাঠে কাজ করতে গিয়ে নানা অভিজ্ঞতা নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি ভুলতথ্য, গুজব, প্রোপাগান্ডা ইত্যাদি চিহ্নিত করতে নানা উপায় সর্ম্পকেও আলোচনা করা হয়।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.