মোংলায় নদে পড়ে নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর জাহাজকর্মীর লাশ উদ্ধার

বাগেরহাটের মোংলায় জাহাজের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের সময় পশুর নদে পড়ে নিখোঁজ সহকারী ইঞ্জিনচালক (গ্রিজার) জাবের আহমেদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের ৩৬ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার সকালে মোংলা বন্দর জেটির পাশে নির্মাণাধীন সাইফপোর্টের জেটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জাবের আহমেদ সিলেটের সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার মৃত তরুণ মিয়ার ছেলে। তিনি মোংলা বন্দরে আসা এমটি ডেলটা-১ জাহাজের কর্মী ছিলেন। ২০২২ সালের ১ জুলাই থেকে তিনি ওই জাহাজের গ্রিজার পদে কর্মরত ছিলেন।

মোংলা বন্দর সূত্রে জানা যায়, এমটি ডেলটা-১ জাহাজটি মোংলার শিল্প এলাকায় অবস্থিত এলপিজি সংরক্ষণ ও বিপণনকারী প্রতিষ্ঠান ডেলটা এলপিজি লিমিটেডের জেটিতে এলপিজি খালাস করতে এসেছিল। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জেটি এলাকায় জাহাজের নিচে সার্বিক পর্যবেক্ষণে নেমে নদে পড়ে নিখোঁজ হন তিনি।

মোংলা ফায়ার সার্ভিসের (ইপিজেড) স্টেশন কর্মকর্তা আরদেশ আলী বলেন, জাহাজের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের সময় অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন গ্রিজার জাবের। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাথমিকভাবে খোঁজ করে না পেয়ে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। নিখোঁজের ৩৬ ঘণ্টা পর আজ সকালে ফায়ার সার্ভিসের খুলনার ডুবুরি দল জাবের আহমেদের মরদেহ উদ্ধার করে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.