প্রথম আলোর রজতজয়ন্তীর আয়োজনে. . .

কথামালা ও সংগীতের আয়োজনে গত বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে ‘সত্যে তথ্যে ২৫’ স্লোগানে অনুষ্ঠিত হয়েছে প্রথম আলোর রজতজয়ন্তী। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে চট্টগ্রাম বন্ধুসভা।

জাতীয় সংগীতের পরিবেশনার মাধ্যমে শুরু হয় আয়োজন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি বিশ্বজিৎ চৌধুরী। তিনি বলেন, ‘খারাপ কিছু হলে আমরা মন খারাপ করি, হতাশ হই। আবার ভালো জিনিসগুলোকে পুঁজি করে আমরা আশাবাদী হই। এই ভালো জিনিসগুলোকে সাথে নিয়েই আমরা বলি হারবেনা বাংলাদেশ। প্রাণবন্ত সমাজ গড়ার জন্য প্রথম আলোর প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

গান পরিবেশন করছেন আল তুষি

শুভেচ্ছা বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার। তিনি বলেন, ‘প্রথম আলো যেদিন ভূমিষ্ঠ হয়েছে সেদিন থেকেই সে মানুষের মনে জায়গা করে নিয়েছে। প্রথম আলো শুরু থেকেই স্বাধীন থাকতে চেয়েছে বলেই তারা আজও নিরপেক্ষ। প্রথম আলোর নীতি জনকল্যাণমুখী। তাই প্রথম আলো মানুষের ভালোবাসা পাচ্ছে। প্রথম আলোর অনেক সংবাদকর্মীর ঘাড়ে অনেক মামলা আছে। তবুও তাঁরা সত্য তথ্য প্রকাশে আপোষহীন। প্রথম আলোর কাছে আমাদের প্রত্যাশা বেশী বলেই অভিযোগও বেশী। আলোর বিপরীতে অন্ধকার। সেই অন্ধকার তাড়ানোর কাজ করছে প্রথম আলো।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মার্জিয়া খাতান প্রথম আলোকে একটা প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, ‘প্রথম আলো এখন আর সংবাদপত্র নয়। প্রথম আলো এখন সামাজিক দায়বদ্ধতার জায়গা। প্রথম আলো একটা অনুপ্রেরণার নাম। প্রথম আলোর যে অনন্যতা আছে সেটাকেই সবাই আলিঙ্গন করে।’ তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘তরুণরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়। ভয় না পেয়ে তরুণদের চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে। কোনভাবেই হতাশ হওয়া যাবে না।’ আয়োজনের শেষদিকে কথামালা নিয়ে মঞ্চে আসেন চট্টগ্রাম বন্ধুসভার সহ-সভাপতি শাওন রায়।

ফুল দিয়ে শুভেচ্ছা

কথামালার পর্ব শেষে গানে গানে মঞ্চ মাতান নাটাই ব্যান্ডদলের ভোকাল আল তুষি। তাঁকে গিটারে সহযোগিতা করেন নাটাইয়ের গিটারিস্ট নাহিদ। ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ শিরোনামের গান গেয়ে শুরু করেন তুষি। এরপর একে একে পরিবেশন করেন নাটাইয়ের নিজস্ব গান ‘বন্দী বাকশো’, লালন সংগীত ‘খাচার ভেতর অচিন পাখি’, আইয়ুব বাচ্চুর গাওয়া ‘হাসতে দেখো গাইতে দেখো’সহ বেশকিছু গান। অনুষ্ঠানে ইপিক হেলথ কেয়ার ও ডেল্টা ইমিগ্রেশনসহ বেশকিছু প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রথম আলোর জন্মদিন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা জয়শ্রী দাশ ও শিহাব জিশান।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.