হবিগঞ্জে একসঙ্গে ১ কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবেন না খুচরা ক্রেতা: ডিসি

হবিগঞ্জের বাজারে পেঁয়াজ বিক্রি হবে ১২৫ টাকা কেজিতে, তবে কোনো ক্রেতা এক কেজির বেশি কিনতে পারবেন না।

জেলা প্রশাসক দেবী চন্দের কক্ষে রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত এক সভায় ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, হবিগঞ্জের বাজারে পাইকারি ১২০ টাকা এবং খুচরা ১২৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবেন ব্যবসায়ীরা, তবে পাইকারি ব্যবসায়ীরা খুচরা ব্যবসায়ীদের কাছে এক বস্তার বেশি পেঁয়াজ বিক্রি করবেন না।

আর খুচরা ব্যবসায়ীরা ভোক্তাদের কাছে এক কেজির বেশি পেঁয়াজ বিক্রি করবেন না।

পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এ বিশেষ সভার আয়োজন করে জেলা প্রশাসন। এ বিষয়ে জেলা প্রশাসনের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গৃহীত সিদ্ধান্তের ব্যতিক্রম হলে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাদুল হক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও জেলা কৃষি বিপণন কর্মকর্তা এনএম রেজাউল ইসলামকে জানাতে হবে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.