চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গার বাড়াদি সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) রাতে ভারতের অভ্যন্তরে নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার গোবিন্দপুর সীমান্তে এ ঘটনা ঘটে। বিএসএফ সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ক্যাম্প কমান্ডার পর্যায়ে বাড়াদি সীমান্তের শূন্য রেখায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

নিহতরা হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের ব্যাকপাড়ার শরিয়ত উল্লাহ ছেলে খাজা মইন উদ্দিন (৪৩) ও একই পাড়ার হায়দার আলীর ছেলে সাজেদুর রহমান (২৬)।

পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আলম জানান, সাজেদুর ও খাজা মঈনুদ্দীনকে বিএসএফ গুলি করে হত্যা করেছে, এমন অভিযোগ পাওয়ার পর পুলিশ ও বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়। বিজিবির কর্মকর্তারা তাঁকে জানিয়েছেন, মরদেহ দুটি ভারতের একটি বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে। 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, বিজিবি তাঁকে জানিয়েছে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বিএসএফ মরদেহ হস্তান্তর করলেই স্বজনদের কাছে ফেরত দেওয়া হবে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.