বিরামপুরে ফিলিং স্টেশনে আগুন

দিনাজপুরের বিরামপুরে শারমিন ফিলিং স্টেশনের তেলের রিজার্ভ ট্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলার দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের পাশে রেলগুমটি সংলগ্ন শারমিন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

শারমিন ফিলিং স্টেশনের তেলবাহী লরি ট্রাকচালক নজরুল ইসলাম বলেন, বিকেল তিনটার দিকে তেলবাহী লরি ট্যাংকি থেকে তেল  ফিলিং স্টেশনের পেট্রোলের রিজার্ভ ট্যাংকে ভর্তি করার সময় হঠাৎ করে আগুন ধরে যায়। কোন রকমে লরি ট্রাকটি সরাতে পেরেছি। এই সময় তিনি একাই সেখানে উপস্থিত ছিলেন বলে জানান।


বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুল আজিজ জানান, খবর পেয়ে তারা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। তাদের সঙ্গে ফুলবাড়ি ও নবাবগঞ্জের আরও দু’টি ইউনিট যোগ দেয়। সকলের প্রচেষ্টায় প্রায় ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রিজার্ভ ট্যাংকে থাকা ২৭ হাজার লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল পুড়ে যায়। প্রায় ৫০ লাখ টাকা ক্ষতির দাবি ফিলিং স্টেশন মালিকের।

জেলা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আমিরুল ইসলাম বলেন, কী কারণে আগুনের সূত্রপাত তা সিসি ক্যামেরা পর্যালোচনা করে দেখা হবে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.