দুবলার চরের ৬ জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের শুঁটকিপল্লীর ছয় জেলেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বনের মান্দারবাড়িয়া সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলারসহ তাঁদের ধরে নিয়ে যায় বিএসএফ।

বিএসএফের হাতে আটক ছয়জন আলোরকোল শুঁটকিপল্লীর মহাজন বাগেরহাটের রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের আব্দুল হাই শেখের জেলে। তাঁরা হলেন ট্রলার মাঝি ইলিয়াস হোসেন, জেলে মো. ইছা, আবুল হোসেন, মানিক মিয়া, রাসেল মিয়া ও রাজু মিয়া।

ঘটনার পর থেকে ওই জেলেদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি বলে জানিয়েছেন মহাজন আব্দুল হাই।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে শুঁটকি ব্যবসায়ী আব্দুল হাই শেখ আলোরকোল থেকে মুঠোফোনে জানান, বুধবার বিকেল ৩টার দিকে তাঁর ছয় জেলে পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়ির কাছে সাগরে মাছ ধরছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর একটি দল (বিএসএফ) স্পিডবোটে এসে তাদের ট্রলারসহ ধরে নিয়ে যায়। বিষয়টি তিনি কোস্ট গার্ড ও বন বিভাগকে অবহিত করেছেন।

দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, আলোরকোলের জেলেরা বাংলাদেশ জলসীমায় শুঁটকিপল্লীর অনেক জেলে মাছ ধরছিলেন। এ সময় বিএসএফ এসে অন্যায়ভাবে ছয় জেলেকে ধরে নিয়ে যায়। এ ঘটনায় দুবলারচরের জেলেদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিষয়টি কোস্ট গার্ড ও প্রশাসনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে।

দুবলা টহল ফাঁড়ি ও শুঁটকিপল্লীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. খলিলুর রহমান বলেন, জেলেদের ধরে নেওয়ার খবর পেয়েছি। বন বিভাগের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.