৩৩ বছর আগের খুনের মামলায় দুজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে ৩৩ বছর আগের খুনের মামলায় দুজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী আজ সোমবার বিকেলে এই রায় দেন। ফাঁসির আদেশ পাওয়া দুই আসামি হলেন মো. ওছমান ও নুরুজ্জামান।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অশোক কুমার দাশ প্রথম আলোকে বলেন, খুনের মামলায় আদালত দুই আসামি মো. ওছমান ও নুরুজ্জামানকে ফাঁসির আদেশ দিয়েছেন। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আদালত সূত্র জানায়, ১৯৯১ সালের ২৪ জুন চট্টগ্রামের আনোয়ারা থানার গহিরা গ্রামের হাঁড়িপাড়া এলাকায় ঘরের ভেতর ঢুকে আজিজুর রহমানকে ছুরিকাঘাতে খুন করা হয়। এই ঘটনায় নিহত ব্যক্তির ভাই আবদুল নবী বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ এই মামলায় অভিযোগপত্র দেয়। এতে বলা হয়, পূর্ববিরোধের জেরে আসামিরা আজিজুরকে খুন করেন। আসামিরা তাঁর প্রতিবেশী।

১৯৯৩ সালের ১০ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। নয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. সাঈদ জানান, দুই আসামি পলাতক। আদালত তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.