টাঙ্গাইলে ছয় ইটভাটা বন্ধ, ৩৪ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের ধনবাড়ীতে অভিযান চালিয়ে ছয়টি ইটভাটা বন্ধ এবং ৩৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় পরিবেশগত ছাড়পত্র না থাকায় মেসার্স এমএমবি ব্রিকসকে পাঁচ লাখ টাকা, মেসার্স আকাশ এন্টারপ্রাইজকে ছয় লাখ টাকা, মেসার্স নবাব ব্রিকসকে ছয় লাখ টাকা, মেসার্স সাবিব ব্রিকসকে পাঁচ লাখ টাকা, মেসার্স জননী ব্রিকসকে ছয় লাখ টাকা এবং মেসার্স রাজীব এন্টারপ্রাইজের মালিককে ছয় লাখ টাকা জারিমানা করা হয়। এছাড়া এসব ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সজীব কুমার ঘোষসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.