৯৯৯-এ ফোন, সুন্দরবনে পথ হারানো ৩১ পর্যটক উদ্ধার

পথ হারিয়ে সুন্দরবনের গহীন হারিয়ে যাওয়া ৩১ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ ও বন বিভাগ। হারিয়ে গিয়ে জাতীয় জরুরী সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ বন বিভাগের সহায়তায় তাদের উদ্ধার করে।

ওই সময় ভয় ও আতঙ্কে তিনঘন্টার শ্বাসরুদ্ধকর পরিস্থিতি মোকাবেলায় অসুস্থ হয়ে পড়েন দুই পর্যটক। সোমবার বিকেলে বনের গহীন থেকে উদ্ধার হওয়া এ পর্যটকদের বিকেলেই তাদেরকে বাড়ীতে পাঠিয়ে দিয়েছে পুলিশ।

সোমবার সকাল ১০টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে যান এ পর্যটকেরা। এরপর তারা অতি উৎসাহী হয়ে বনের গহীনে পথ চলতে থাকেন। বনে চলতে চলতে দুই কিলোমিটার ভিতরে দিকে গিয়ে পথ হারিয়ে ফেলেন তারা।

পরে ভীত সন্ত্রস্ত হয়ে ৯৯৯-এ কল করেন তারা। এরপর ৯৯৯-এর কল আসে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলামের কাছে। পরে তিনি পর্যবেক্ষণ চালিয়ে করমজলের গহীন বন থেকে বিকেলে তাদেরকে বন বিভাগের সহায়তায় উদ্ধার করেন।

পরে স্থায়ী বন্দরের পিকনিক কর্নারে এনে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেয় পুলিশ।

মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, বাগেরহাটের চিতলমারী থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ৩১ জনের একটি দল সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সুন্দরবনের করমজলে ভ্রমণে যায়। বনে প্রবেশের কিছুক্ষণ পরই তারা পথ হারিয়ে ফেলে। তাদের মধ্য থেকে ৯৯৯-এ খবর দেওয়ার পর মোবাইলে যোগাযোগের মাধ্যমে বিকেলে তাদের সন্ধান মেলে। তারা লোকালয় থেকে গভীর বনে ঢুকে পড়েছিল। আমরা তাদের সবাইকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.