২৩ দিন পর বুধবার ঘুমধুম সীমান্তের পাঁচটি প্রাথমিক বিদ্যালয় খুলবে

বান্দরবানের ঘুমধুম সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠায় বন্ধ ঘোষণা করা পাঁচটি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ এক মাস পর আগামী বুধবার (২৮ ফেব্রুয়ারি) থেকে বন্ধ বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে। আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এ তথ্য জানান।

স্কুলগুলো হচ্ছে বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু পশ্চিমকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রেজু গর্জনবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, মিয়ানমার সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতির কারণে নিরাপত্তা বিবোচনায় গত ২৯ জানুয়ারি বন্ধ ঘোষণা করা হয় সীমান্তবর্তী পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত হয়ে উঠায় স্কুলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বুধবার থেকে স্কুলগুলোতে ফের ক্লাস শুরু হবে। শিক্ষার্থীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠবে স্কুলপ্রাঙ্গণ।

তবে সীমান্ত এলাকাগুলোতে সতর্কাবস্থায় রয়েছেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.