রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ৫০ ফুট খাদে, নিহত ২

রাঙামাটির ঘাগড়া-কাপ্তাই সড়কে মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। গুরুতর অবস্থায় ৯ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলার কাউখালী উপজেলার বগাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। কাউখালী থানার ওসি রাজিব চন্দ্র কর এই তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন- সাব্বির (২৩), আরিফ (৩০)। তারা সবাই রাঙামাটি শহরের রিজার্ভ বাজার নিজের পাড়া নামক এলাকার বাসিন্দা।

আহতরা হলেন- আশরাফুল ইসলাম (৩০), সৌরভ দাস (৩২), জুলহাস (৪০), আনোয়ার মিয়া (৪৫), জুয়েল (৩০), বাবু (২০) তারেক (১৭), হারুন (৫০) পরশ (১৬), আসিফ (২০), ছানবির (১৮), সৈকত (২৫), রাশেদ মিয়া (৩৫),  মোতাব্বির (১৭), কর্নেল, (২৫), ছাদেক (৩০), হানিফ (২০), শুভ (১৭), রুবেল (২৬), মনজুর আলম (৪২), দুলাল (৪০), জয়নাল (২৫), রতন মিয়া (৩৮), মারুফ (২৩), এনামুলসহ (৩০) ২৭ জন।

পুলিশ জানায়, প্রায় ৩০ জন নির্মাণ শ্রমিক কাপ্তাই উপজেলার কারিগর পাড়ায় একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করে ফেরার পথে বগাপাড়া এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। আহতদের পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে রাঙামাটি জেনারেল ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী জানান, ট্রাক দুর্ঘটনায় আহত অবস্থায় ২৯ জন শ্রমিক রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আসলে গুরুতর ৯ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম রেফার করা হয়। বর্তমানে ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা শঙ্কামুক্ত।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.