আন্ডারপাসে বাসের ধাক্কায় তিতাসের পিকনিক পণ্ড, হাসপাতালে ৩০

রাজধানীর পূর্বাচলে পিকনিকের একটি দোতলা বাস দুর্ঘটনায় পতিত হয়েছে। এতে অনেকে আহত হয়েছেন। বাসটি তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পিকনিকে যাচ্ছিল। শনিবার সকাল দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক (ঢাকা জোন-৩) মুহাম্মদ সফিকুল ইসলাম ঢাকা টাইমসকে জানান, সকালে ঢাকা থেকে বিআরটিসির একটি দোতলা পিকনিকের বাস পূর্বাচল সী-সেল পার্কে যাচ্ছিল। তিনশ ফিট সড়কের তিন নম্বর ব্রিজের আন্ডারপাসে এটি দুর্ঘটনায় পড়ে। আন্ডারপাস পার হওয়ার সময় এটি এক পাশের দেওয়ালে আটকে যায়।

এসময় বাসের ভেতর থাকা ৫০ থেকে ৬০ জন যাত্রীর মধ্যে অন্তত ২২ জন আহত হন। তাদের মধ্যে বেশ কয়েকজন শিশু-কিশোরও ছিল।

খবর পেয়ে পূর্বাচল ফায়ার স্টেশনের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পাঠানো হয়। অবস্থার অবনতি হলে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.