মানিকগঞ্জে ৩ বেসরকারি হাসপাতালের কার্যক্রম বন্ধ

বিভিন্ন অনিয়মের কারণে মানিকগঞ্জের তিনটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান।

রোববার (৩ মার্চ) দুপুরের দিকে বাসস্ট্যান্ড এলাকয় সিভিল সার্জনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মা ও শিশু, প্রাইম জেনারেল ও ফিরোজা জেনারেল হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এ সময় সদর উপজেলার স্বস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (টিবি ও লেপ্রসি) ডা. লুৎফর আমীন উপস্থিত ছিলেন।

অভিযানে বন্ধ করে দেওয়া হাসপাতালগুলোতে নিয়মিত ডিউটি ডাক্তার, প্রশিক্ষত নার্স, টেকনোলোজিস্ট টেকনিশিয়াসহ দক্ষ জনবল না থাকা ও আরও নানা অনিয়মের অভিযোগে এই তিনটি হাসপাতালের সমস্ত কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

ডা. মোয়াজ্জেম আলী আরও বলেন, ‘দক্ষ জনবল না থাকায় ও নিয়ম নীতি ছাড়াই হাসপাতালের কার্যক্রম পরিচালনা করার দায়ে তাদের কার্যক্রম আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল বিষয়ে তাদের ভুলগুলো সংশোধন করে আমাদের অবগত করলে, আমরা তদন্ত করে পুনরায় হাসপাতালের কার্যক্রম চালুর অনুমতি দেব।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.