বাবা-মাকে নিয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ে প্রবাসীর

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন বর। আবার বিয়ে শেষে স্ত্রীসহ বাবা-মাকে নিয়েই হেলিকপ্টারে চড়ে নিজ বাড়িতে চলে গেলেন। হেলিকপ্টারের এ ওঠানামা ঘিরে উৎসুক জনগণের ব্যাপক ভিড় তৈরি হয়।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় কোটালীপাড়া উপজেলার দিঘলীয়া গ্রামের এগারো বাড়ির মাঠে অবতরণ করে হেলিকপ্টার। এখান থেকে হেলিকপ্টারে বাবা-মাকে নিয়ে পাশ্ববর্তী মান্দ্রা উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে নামেন বর মোরছালিন হাওলাদার (২৫)।

স্থানীয়রা জানান, মোরছালিন হাওলাদার কোটালীপাড়া উপজেলার দিঘলীয়া গ্রামের সিদ্দিক হাওলাদারের ছোট ছেলে। প্রবাসী মোরছালিনের সঙ্গে একই গ্রামের ব্যবসায়ী কালাম শেখের মেয়ে ফারিয়া খাতুনের বিয়ে হয়।

বিয়েতে ফারিয়া খাতুনের পিতা ব্যবসায়ী কালাম শেখ আত্মীয় স্বজনসহ প্রায় হাজার খানেক অতিথিকে দাওয়াত করেন।

বর মোরছালিন হাওলাদারের বড় ভাই আবুল হোসেন হাওলাদার বলেন, আমরা পাঁচ ভাই মালয়েশিয়া থাকি। ভাইদের মধ্যে মোরছালিন সবার ছোট। বাবা- মায়ের ইচ্ছা ছিল তাদের ছোট ছেলের বউকে হেলিকপ্টারে করে বাড়িতে নিয়ে আসবে। তাই আমরা পাঁচ ভাই মিলে এ হেলিকপ্টারের ব্যবস্থা করেছি।

বর মোরছালিন হাওলাদার জানান, বাবা-মায়ের স্বপ্ন পূরণের জন্য আমরা পাঁচ ভাই মিলে দুই লাখ ২০ হাজার টাকা দিয়ে তিন ঘণ্টার জন্য একটি হেলিকপ্টার ভাড়া করেছি। হেলিকপ্টারে আমার বাবা-মাকে নিয়ে আমি কনের বাড়িতে এসেছি। এজন্য আমার বাবা-মা, আত্মীয়-স্বজন সবাই খুশি।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.