তারুণ্যের উচ্ছ্বাসের ১৮ বছরে সুহৃদ সম্মিলন 

‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে’ 

সমৃদ্ধ পথচলার ১৮ বছরে পদার্পণ করেছে বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’। এ উপলক্ষে গত ৯ মার্চ শুক্রবার সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজন করা হয় ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে’ শিরোনামে জন্মদিনে সুহৃদ সম্মিলন ও আনন্দ আড্ডা। স্মৃতিচারণ, কথামালা. জন্মদিন উদযাপন, গান কবিতায় আনন্দ আড্ডা এবং সুহৃদ সম্মিলনের মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয় দিনটি।

বিকাল সাড়ে ৫ টায় শিল্পকলা প্রাঙ্গন হতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ঢোলবাদন এর মধ্য দিয়ে জন্মদিনের আনন্দ আয়োজন শুরু হয়৷  এরপর মিলনায়তনে তারুণ্যের উচ্ছ্বাসের প্রতিষ্ঠাতা সদস্য মিঠু তলাপাত্রের স্বাগত কথামালার মধ্য দিয়ে সুহৃদ সম্মিলন আয়োজন সূচনা হয়। তারুণ্যের উচ্ছ্বাস প্রতিষ্ঠাতা উদ্যোক্তা ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় এরপর সন্ধ্যার আয়োজন জন্মদিনে সুহৃদ সম্মিলনে চট্টগ্রামের বরেণ্য বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, আবৃত্তিশিল্পী, সঙ্গীতশিল্পী, নাট্যজনসহ প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনসমূহের নেত্ববৃন্দের অংশগ্রহণে সংস্কৃতিকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। 

এসময় তারুণ্যের উচ্ছ্বাসের সমৃদ্ধ অতীতের কথা উল্লেখ করে এবং আগামী দিনগুলোর জন্যে শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ রীতা দত্ত, অধ্যাপক কবি হোসাইন কবির, কবি মুজিব রহমান, ডিজাইনার রওশন আরা, আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী, নাট্যজন সাইফুল আলম বাবু, সংগীতশিল্পী কাবেরী সেনগুপ্তা, নাট্যজন সজল চৌধুরী, শুভ্রা বিশ্বাস, রাজনীতিবিদ ও প্রাবন্ধিক মোহাম্মদ জোবায়ের, সমাজকর্মী রেহানা বেগম রানু, আবৃত্তিশিল্পী বনকুসুম বড়ুয়া, নাট্যজন মাইনুদ্দীন কোহেল, কবি মনিরুল মনির, শাহাদাত হোসেনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ও বিশিষ্ট সংস্কৃতিজনেরা।  

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী কাবেরী সেনগুপ্তা, কান্তা দে, মন্দিরা চৌধুরী, সেজুতি দে, স্বপ্নিল বড়ুয়া, আনিকা চৌধুরী ও অনামিকা দাশ। আবৃত্তি করেন শারমিন মুস্তারী নাজু। 

অনুষ্ঠানে সংগীত ভবন, বোধন আবৃত্তি পরিষদ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, ছায়াতরু আবৃত্তি অনুশীলন কেন্দ্র, অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তারুণ্যের উচ্ছ্বাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সবশেষ কেকে কেটে গান কবিতায় আনন্দ আড্ডার মধ্য দিয়ে সুহৃদ সম্মিলনের সমাপ্তি হয়।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.