সন্তান বিক্রি করে ৯৯৯’এ কল দিয়ে ফেরত চাইলেন মা

সন্তান বিক্রির পর অনুশোচনায় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নাম্বারে ফোন করে সন্তান ফেরত চেয়েছেন এক মা।

শনিবার দুপুরে গাজীপুরের কোনাবাড়ি থেকে একজন নারী কলার জরুরি সেবা নাম্বারে ফোন করে কান্নায় ভেঙে পড়েন। পরে শিশুটিকে উদ্ধার করে কলার মায়ের কাছে বুঝিয়ে দেয় পুলিশ।

রোববার জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পুলিশ জানায়, ফোনে ওই নারী বলেন, ‘আমি একটা ভুল কইরা ফালাইছি। তিনদিন আগে আমার এক মেয়ে সন্তান জন্ম নেয়। আমার স্বামী নাই। তারে মানুষ করতে পারমুনা ভাইব্বা পঞ্চাশ হাজার টাকায় বিক্রি কইরা দিছি। আগের ঘরের ছয় বছর বয়সী আরেকটা মেয়ে আছে। প্রথম ঘরের মেয়েরে মাইন্না নেয়না দেইখা দ্বিতীয় স্বামীর লগে তিন মাস আগে ছাড়াছাড়ি হইয়া গেছে। মেয়ে বিক্রির টাকা এহনো ছুঁইয়া দেখি নাই। ওই টাকা ফিরাইয়া দিয়া আমার মেয়েরে আমি ফিরত চাই। দয়া কইরা উদ্ধারের ব্যবস্থা করেন। আমার মা-বাবা কোনো আত্মীয় নাই। আমি এতিম।

পরে ওই নারীর দেয়া তথ্যের ভিত্তিতে ৯৯৯ কলটেকার কনস্টেবল আনোয়ার কোনাবাড়ি থানায় বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। 

পরবর্তীতে, কোনাবাড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে ওই মা যার মাধ্যমে সন্তান বিক্রি করেছিলেন তার প্রতিবেশীদের কাছ থেকে ক্রেতার ঠিকানা সংগ্রহ করেন। পরে গাজীপুরের নামাপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে বুঝিয়ে দেয়া হয়। উদ্ধারের পর কোনাবাড়ি থানার এসআই কামরুজ্জামান ৯৯৯ কে বিষয়টি নিশ্চিত করেন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.