উখিয়ায় শ্রদ্ধাভরে স্মরণ করা হলো বীর শহীদদের

সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদার সাথে উখিয়ায় পালিত হলো মহান বিজয় দিবস। উপজেলা প্রশাসনের উদ্যোগে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মহান এ দিবস উপলক্ষে ছিল নানাবিধ আয়োজন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রের বুকে যোগ হয় বাংলাদেশের নাম।স্বাধীনতার ৫১ টি বছর পেরিয়ে গেলেও গোটা বাঙালি শ্রদ্ধাভরে আজও স্মরণ করে সেই সকল শহীদদের যাদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীনতা লাভ করেছে।

আজ ভোরে শহীদ মিনারে ফুল দিয়ে বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, এবং ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে দিনের আয়োজনের শুরু হয়। এতে বাংলাদেশ সরকারের পক্ষে বক্তব্য রাখেন উখিয়া উপজেলায় প্রশাসক জনাব ইমরান হোসেন সজীব।

এ আয়োজনে উপস্থিত ছিলেন উখিয়া থানা অফিসার ইনসার্চ মোহাম্মদ আলি, উখিয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জনাব কামরুননেসা বেবি, ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উখিয়া উপজেলায় আওয়ামী লীগের সভাপতি জনাব জাহাঙ্গীর চৌধুরী, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ উপজেলার সর্বস্তরের মানুষ জন।

কুচকাওয়াজে প্যারেড কমান্ডার উখিয়া থানার সাব ইন্সপেক্টর মতিউর রহমানের নেতৃত্বে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

কুচকাওয়াজ শেষে শিক্ষার্থীদের ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা এবং শিক্ষকদের জন্য ছিল দৌড়, মিউজিক চেয়ার খেলা ইত্যাদি আয়োজন। সেই সাথে উপস্থিত অতিথিদেরও সুযোগ ছিল গোলক নিক্ষেপ খেলার মাধ্যমে এ আয়োজনে অংশগ্রহণ করার। পরে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.