গ্রামীণ সুপার এখন আরও বড় পরিসরে

ঈদকে সামনে রেখে আরও বড় পরিসরে যাত্রা শুরু করল অভিজাত ও টেকসই পাদুকার বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘গ্রামীণ সুপার’। চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত ৩০ বছরের পুরনো এই প্রতিষ্ঠানটিকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে। শনিবার বিকেলে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ এর সাবেক সহসভাপতি ও ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘শপিং কমপ্লেক্স চট্টগ্রামের একটি পুরোনো ও ঐতিহ্যবাহী মার্কেট। মার্কেটের অন্যতম পুরনো ব্যবসায়িক প্রতিষ্ঠান গ্রামীন সুপার। সুলভ মূল্যে ভালো মানের জুতা সরবরাহ করে তাঁরা তাদের সুনাম ধরে রেখেছে। এখানে সব বয়সের মানুষের জন্য পাদুকা রয়েছে। সবাই যেন নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে সেজন্য মার্কেট কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা করেছে।

গ্রামীণ সুপারের স্বত্বাধিকারী আলহাজ ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির আহ্বায়ক মো. ইদ্রীছ, সদস্য মোহাম্মদ মমিনুল হক, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ মাহবুব আলম, মোহাম্মদ ইব্রাহিম, গোলাম মোস্তফা, মোহাম্মদ বাবু প্রমুখ।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.