সিরাজগঞ্জে নির্মাণাধীন সেতুর গার্ডার ধস, চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ ইকোনমিক জোনের নির্মাণাধীন ব্রিজের গার্ডার ধসে চাপা পড়ে জুবায়ের হোসেন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন শ্রমিক।

মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে বড় শিমুল পঞ্চসোনা এলাকায় নির্মাণাধীন বেসরকারি ইকোনোমিক জোনের ভেতরে এ দুর্ঘটনাটি ঘটে। পরে দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস এসে নিহত ওই শ্রমিকের মরদেহটি উদ্ধার করে।

জানা যায়, নিহত শ্রমিক জুবায়ের হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার বাসিন্দা।

এ বিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচাৱক আব্দুল মন্নান জানান, মঙ্গলবার সকালে  বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ ইউনিয়নে বেসরকারি  ইকোনোমিক জোনের ভেতরে নির্মাণাধীন একটি সেতুর তিনটি গার্ডার ধসে পড়ে। এতে তিনজন  শ্রমিক চাপা পড়েন।  এর মধ্যে ২জন শ্রমিককে উদ্ধার করা হলেও চাপা পরে থাকে এক শ্রমিক। পরে ৩ ঘন্টা উদ্ধার কাজ করে  চাপাপড়া শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ত্রুটিপূর্ণ নির্মাণ কাজের জন্য এই ধস হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা। 

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.