ঘোড়ার লাথি দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ২

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের থলেরবন্দ গ্রামে ঘোড়ার লাথি মারাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে আটক হয়েছেন ৬ জন।

নিহতরা হলেন- থলেরবন্দ গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ (২২) এবং একই গ্রামের মৃত নইমুল্লার ছেলে আব্দুল আউয়াল (৫৫)।

সোমবারর রাতে তারাবির নামাজের পর উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের থলেরবন্দ গ্রামের আশিক আলীর পক্ষ এবং শের আলীর পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, বিনা অনুমতিতে গৃহপালিত একটি ঘোড়া আশিক মিয়ার বাড়ির নামনে বেঁধে রাখে শের আলীর লোকজন। বেঁধে রাখার ঘোড়ার লাথিতে আশিক মিয়ার ছেলে ফরিদ আঘাতপ্রাপ্ত হয়। এতে আশিক আলীর ভাই সাহার আলী, শের আলীকে আশিক আলীর বাড়ির সামনে ঘোড়া বেঁধে রাখার কারণ জিজ্ঞাসা করলে শের আলীর লোকজন সাহার আলীকে মারধর করে। উক্ত ঘটনার জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয়পক্ষের লোকজন। রাতে এলোপাতাড়ি সংঘর্ষে আশিক আলীর পক্ষের নূর মোহাম্মদ ও শের আলীর পক্ষের আব্দুল আউয়াল গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগিতায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় আহত নূর মোহাম্মদকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে পাঠালে রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

এ দিকে সকালে চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে অপর আহত আব্দুল আউয়ালের মৃত্যু হয়। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা যায়।

জোড়া খুনের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থতির নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.