বরগুনায় ক্ষেতে বিষ প্রয়োগে অর্ধশতাধিক কবুতরের মৃত্যু

বরগুনার তালতলীতে মুগডাল ক্ষেতে বিষ প্রয়োগে অর্ধশতাধিক কবুতর মৃত্যুর অভিযোগ উঠেছে নুর হোসেন নামে এক কৃষকের বিরুদ্ধে।

মঙ্গলবার (২ এপ্রিল) উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামে ওই ঘটনা ঘটে।

অভিযুক্ত কৃষক নুর হোসেন একই এলাকার তেঁতুলবাড়িয়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, সোমবার (১ এপ্রিল) মুগ ডাল ক্ষেতে বিষ প্রয়োগ করেন কৃষক নুর হোসেন। এতে ওই গ্রামের ৩ কবুতর খামারির ৫৪টি কবুতর মারা যায়।

স্থানীয় কবুতর খামারি হারুন মিয়া বলেন, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত আমার ১৭টি কবুতর মারা গেছে। মারা যাওয়া অনেক কবুতরের ছোট ছোট বাচ্চা রয়েছে। এখন এই বাচ্চা কবুতরগুলো ধীরে ধীরে মারা যাচ্ছে। নুর হোসেন ক্ষেতে বিষ দেওয়ার বিষয়টি আগে আমাদের জানালে কবুতরগুলো আটকে রাখতাম। তিনি আরো বলেন, এছাড়া গত ১ এক সপ্তাহে তার মোট ৭০টি কবুতর ডাল ক্ষেতে বিষ প্রয়োগে মারা যায় বলে তিনি জানান।
স্থানীয় অপর কবুতর খামারি খলিল হাওলাদার বলেন, ‘আমার খামারের ২৮টি কবুতর ছোট ছোট বাচ্চা রেখে মারা যাওয়ায় এখন বাচ্চাগুলোও মারা যাচ্ছে।’

খামারি লিটন হাওলাদারের ৯টি কবুতর মারা যাওয়ার পাশাপাশি ঘুঘু ও শালিকসহ বিভিন্ন পাখিরও মৃত্যু হয়েছে।

ওই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কৃষক নুর হোসেন ক্ষেতে বিষ প্রয়োগের কথা অস্বীকার করেন এবং তিনিও কবুতর পালন করেন বলে জানান।

স্থানীয় ইউপি সদস্য লতিফ নান্টু বলেন, বিষয়টি শুনেছি। ‘ঘটনাস্থলে না গিয়ে বিস্তারিত বলতে পারবো না।

বন বিভাগ তালতলী রেঞ্জ কর্মকর্তা মতিয়ার রহমান মুঠোফোনে বলেন, বিষ প্রয়োগের কারণে বন্য পাখি ও কবুতর মারা যাওয়ার ঘটনা শুনেছি। ওই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম মিলন বলেন, ওই বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.