গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেলে দুদকের অভিযান

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নীলফামারী জেনারেল হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৯ এপ্রিল) দুদকের প্রথক এনফোর্সমেন্ট টিম এ সব অভিযান চালায়। একইসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট থেকে চারটি সরকারি দফতরে চিঠি পাঠানো হয়েছে।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালানো হয়। অভিযানে এ হাসপাতালে মরদেহ পরিবহনকারী গাড়ির পরিবর্তে মাইক্রোবাস ক্রয়, ভর্তি রোগীদের খাবার, ওষুধপত্র সরবরাহ এবং আউটসোর্সিংয়ে জনবল নিয়োগসহ অন্যান্য খাতে টেন্ডার প্রক্রিয়ার বিভিন্ন অনিয়মের অভিযোগসংশ্লিষ্ট প্রাথমিক রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে।

সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এছাড়া শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্পে আসবাবপত্র, যন্ত্রপাতি ও জমি ক্রয় সংক্রান্ত অভিযোগেরও প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। সংশ্লিষ্ট সব রেকর্ড সংগ্রহ ও যাচাই করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.