কুষ্টিয়ায় কুলখানির আয়োজন নিয়ে হামলায় নিহত ১

কুষ্টিয়ায় কুলখানির অনুষ্ঠান নিয়ে মতবিরোধের জেরে হামলায় বুকে ফালাবিদ্ধ হয়ে একজন ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্যসহ আহত হয়েছেন আরও অন্তত চারজন।

সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া পূর্বপাড়া গ্রামে সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার এসআই মেহেদী হাসান জানান।

নিহত ৬০ বছর বয়সী বকুল বিশ্বাস ওই এলাকার আফতাব বিশ্বাসের ছেলে।

হামলায় আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শাহিন আক্তার। তাকেসহ আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, কয়েকদিন আগে বকুল বিশ্বাসের নিঃসন্তান চাচি বার্ধক্য জনিত কারণে মারা যান। চাচির কুলখানির অনুষ্ঠান বকুলের অন্য চাচাত ভাইয়েরা বড় পরিবারের লোকজন রাজি হয়নি।

গত শনিবার বকুল করে আয়োজন করে সমাজের লোকজনকে খাওয়ানোর দাবি তোলেন। এতে বকুল ও তার নিজেদের লোকজন নিয়ে চাচির কুলখানির কাজ শেষ করেন। এ ঘটনার জেরে ক্ষুব্ধ চাচাত ভাইয়েরা তার ওপর হামলা করে বলে জানান তারা।

ইউপি সদস্য শাহিন বলেন, “সোমবার রাত সাড়ে ১০টার দিকে বকুলসহ আমরা কয়েকজন স্থানীয় চায়ের দোকানে বসে চা পান করছিলাম। এ সময় বকুলের চাচাত ভাই শিপন বিশ্বাসের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

“এ সময় হামলাকারীদের ফালা বকুলের বুকে বিদ্ধ হয় এবং আরও ৭/৮ গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের স্বজনরা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বকুলকে মৃত ঘোষণা করেন।”

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তাপস কুমার সরকার বলেন, “সোমবার রাত সাড়ে ১০টার দিকে মারামারিতে আহতদের নিয়ে আসা হয়। তাদের মধ্যে বকুল নামে একজনের বুকে ফালাবিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল।

“হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। অন্য আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

হামলার অভিযোগের বিষয়ে জানতে শিপন বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার কল করে তা বন্ধ পাওয়া যায়।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, “দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে সামাজিক দলাদলি নিয়ে হামলায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.