চুয়াডাঙ্গায় জামিন চাইতে এসে বিএন‌পির ১৩ নেতাকর্মী কারাগারে

চুয়াডাঙ্গায় নাশকতা মামলার আসামী চুয়াডাঙ্গায় বিএন‌পি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীর জা‌মি‌নের আবেদন না‌কচ ক‌রেছে সি‌নিয়র জু‌ডি‌সিয়াল ম্যা‌জি‌স্ট্রেট ২য় আদালত।

মঙ্গলবার (১৪ মে) দুপুর একটার দি‌কে আদাল‌তের বিজ্ঞ বিচারক মো: তৌ‌হিদুল ইসলাম এই জা‌মিনের আবেদন না‌কোচ ক‌রে জেলা কারাগা‌রে আটক রাখার আ‌দেশ দেন।

জা‌মিন না পাওয়া নেতাকর্মীরা হ‌লেন, চুয়াডাঙ্গা জেলা কৃষকদ‌লের আহ্বায়ক মোকাররম হো‌সেন, দামুড়হুদা উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক র‌ফিকুল হাসান তনু, সহসাধারণ সম্পাদক মন্টু মিয়া, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএন‌পির সভাপ‌তি শামসুল আলম, সাধারণ সম্পাদক সাঈদ বিশ্বাস, ন‌তি‌পোতা ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি মাসুদ রানা, উপ‌জেলা যুবদ‌লের আহ্বায়ক মাহাবুবুর রহমান বাচ্চু, সদস্য স‌চিব মাহফুজুর রহমান মিল্টন, উপ‌জেলা যুবদ‌লের আহ্বায়ক ক‌মি‌টির সদস্য আরিফুল ইসলাম আরিফ, যুবদল নেতা আব্দুর রাজ্জাক, ‌বিএন‌পি কর্মী হা‌তেম ও র‌ফিক।

আদালত সূ‌ত্রে জানা যায়, দামুড়হুদা মে‌ডেল থানার মামলা নং ১ তা‌রিখ ২/১১/২৩ ও জিআর ১৪২/২০২৩ নাশকতা মামলার আসামি ছি‌লেন বিএন‌পির এসব নেতাকর্মী। এর আ‌গে বিএন‌পির এসকল নেতাকর্মী উচ্চ আদালত থে‌কে জা‌মিনে মুক্ত ছি‌লেন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.