সড়কে চাঁদাবাজি, চট্টগ্রামে আটক ১০

চট্টগ্রামে ভয়ভীতি দেখিয়ে অটোরিকশাচালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁদের কাছ থেকে চাঁদার ২৬ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকার বহদ্দারহাট মোড় ও উপজেলা ফটিকছড়ির বিবিরহাট বাসস্ট্যান্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোলেমান (৪৫), আব্দুল্লাহ (২৭), আবুল কালাম (৩০), রুবেল (৩১), মামুন (৩৪), বিমল বড়ুয়া (৬৫), আব্দুল হালিম (৪০), রাসেল (৩৮), আব্দুল গনি (৩৫) ও শাহজাহান (৪৩)। 

র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ উল আলম আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আছে, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় চাঁদাবাজির শিকার হচ্ছেন পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও অটোরিকশার চালকেরা। এই বিষয়ে নজরদারি চালিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগরীর ও ফটিকছড়িতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে হাতেনাতে চাঁদার ২৬ হাজার ৮৮০ টাকাসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়।’ 

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.