মৌলভীবাজারে ধর্ষণের পর হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। বুধবার (১৫ মে ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. সোলায়মান এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, মৌলভীবাজার জেলার রাজনগর থানার ছিক্কা গ্রামের মজমিলের ছেলে আবারক মিয়া (২২) ও দক্ষিণ কাসিমপুরের মৃত হামদু মিয়ার ছেলে জয়নাল মিয়া (৪০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন ২০১৮ সালের ৩০ মে বিকেল ৩ ঘটিকার দিকে রাশেদা বেগম (৩০) সিলেট জেলার বালাগঞ্জের অইয়া গ্রাম থে‌কে ধান কেনার জন্য নগদ ৭০ হাজার টাকা নিয়ে মৌলভীবাজার জেলার রাজনগরের উদ্দেশ্যে তার বাড়ি থেকে বের হন। পরে ওইদিন সন্ধ্যার পরেও ভিকটিম নিজের বাড়িতে না যাওয়ায় তার বোন রায়শা বেগম মোবাইল ফোনে কল দেয়। তখন রাশেদা বেগম তার পরিচিত রাজনগর থানাধীন আবারক মিয়ার বাড়িতে যাচ্ছেন বলে তথ্য পাওয়া যায়।

এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির দুই দিন পর রাজনগর থানাধীন রাজনগর ইউপিস্থ স্থানীয় মোবারকের বাড়ির দক্ষিণ পার্শ্বের মাছু গাঙ্গে (খালে) ভিকটিমের মরদেহ পাওয়া যায়। এ ব্যাপারে তার ভাই আব্দুল খালিদ বাদী হয়ে রাজনগর থানায় ২০১৮ সালের ২ জুন মামলা দায়ের করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাশ জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.