গোপালগঞ্জে নিহতের মরদেহ নিয়ে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন-পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহতের প্রতিবাদে লাশ নিয়ে মিছিল ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে সদর উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। 

সরেজমিনে জানা গেছে, বিক্ষোভ মিছিলে ও অবরোধে অংশ নেন আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আজ বেলা পৌনে ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের চেচানিয়াকান্দি এলাকায় গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করা হয়। সড়কের ওপরে আগুন জ্বেলে বিক্ষোভ করেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে বেলা ২টার দিকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা 

মহাসড়ক অবরোধের সময় গতকাল গুলিতে নিহতের লাশ সামনে রেখে বিক্ষোভকারীরা জেলার সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভুঁইয়া লুটুল ও প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকুর বিরুদ্ধে এবং হত্যাকারীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় মহাসড়কে উভয় পাশে আটকা পড়ে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। 

এদিকে দাবি মেনে নেওয়া না হলে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় গোপালগঞ্জের চন্দ্রদীঘলিয়ায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করবেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। 

প্রসঙ্গত, উপজেলা পরিষদ নির্বাচনের পরবর্তী সহিংসতায় বিজয়ী প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের সমর্থকে গুলিতে পরাজিত প্রার্থী বিএম লিয়াকত আলির সমর্থক মো. ওসিকুর ভূঁইয়া (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় অপর পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে গোপালগঞ্জে সদর উপজেলা চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের চন্দ্রদিঘলিয়া বাজারে এ ঘটনা ঘটে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.