নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

চট্টগ্রামে নেশার টাকা না দেয়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। রোববার (৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাহাড়তলী থানাথীন ভেলোয়ার দিঘি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম রিনা আক্তার। তার স্বামী বেলাল হোসেন সিএনজিচালিত অটোরিকশা চালক। আর অভিযুক্ত ছেলের নাম ওমর আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিনা ও বেলাল দম্পতির একমাত্র সন্তান ওমর আলী। সে বেশ কয়েক বছর ধরেই মাদকাসক্ত। ঘটনার দিন রাতেও সে মাদক সেবন করে। পরে আবারও মাদক কেনার জন্য বাসায় গিয়ে তার মাকে টাকার জন্য চাপ দিতে থাকে।

মাদকের টাকা না দেয়ায় ক্ষুব্ধ হয়ে সে তার মাকে কুপিয়ে হত্যা করে।

নিহতের স্বামী আক্তার হোসেন জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় থেকে মাদকাসক্ত হয়ে পড়েন ওমর। প্রায়ই টাকার জন্য বাসার জিনিসপত্র ভাঙচুর করতেন। গতকাল রাতে বাসায় এসে মায়ের কাছে টাকা চান ওমর। না দেয়ায় বাসায় থাকা বটি দিয়ে মাকে আঘাত করেন। এতে মায়ের গলা, দুই হাত ও বুকে আঘাত লাগে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আক্তার হোসেন আরো বলেন, ‘এমন সন্তান যেন কারো না হয়। আমার কিছু আর রইল না। পারলে গুলি করে মেরে ফেলতাম। আমার ছেলের ফাঁসি চাই আমি।’

এদিকে, সোমবার (৩ জুন) সকাল থেকে ঘাতক ওমরের ফাঁসির দাবিতে বিক্ষোভ করতে দেখা যায় এলাকাবাসীকে।

এ বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েত উল্লাহ বলেন, ‘এসব সামাজিক অবক্ষয়, ধর্মীয় শিক্ষার অভাব। ছেলে কিভাবে জন্ম দেয়া মাকে খুন করে? এই ছেলে মাদকাসক্ত। তাকে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.