উত্তর সিটিতে ১০০ স্মার্ট ডাস্টবিন উদ্বোধন

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১০০ স্মার্ট ডাস্টবিন উদ্বোধন করেছেন মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (৩ জুন) রাজধানীর গুলশান-২ ডিএনসিসি নগর ভবনের সামনে বিডি ক্লিন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ স্মার্ট ডাস্টবিন উদ্বোধন করেন। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ স্মার্ট ডাস্টবিন স্থাপন কার্যক্রম নেয়া হয়।

ডিএনসিসি মেয়র বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন দীর্ঘদিন ধরে আমার সঙ্গে পরিচ্ছন্ন শহর গড়ায় কাজ করছে। মিরপুর প্যারিস খাল, মোহাম্মদপুর রামচন্দ্রপুর খালের ময়লা পরিষ্কারে অংশ নিয়েছে। জানতে পেরেছি বিডি ক্লিন ৮ বছর শেষে ৫৮টি জেলা টিম আর ১৫৭টি উপজেলা টিমের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে ৪৬০০০ এর বেশি সক্রিয় সদস্য। পরিচ্ছন্ন কার্যক্রম করে এতো বড় স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশে আর নেই। বিডি ক্লিন দেশকে ভালোবেসে, শহরকে ভালোবেসে পরিচ্ছন্ন কার্যক্রম করে যাচ্ছে।

দেশ ও শহরকে ভালোবাসার মানুষ দিন দিন কমে যাচ্ছে মন্তব্য করে মেয়র আতিক বলেন, ‘আমরা শুধু নিজেদের চিন্তা করি, কিন্তু আমাদের কী হবে সেটা কেউ চিন্তা করি না। আমি চিন্তা করি কীভাবে মাঠ, খাল, রাস্তা, বড় বড় জমি দখল করব। এমন চিন্তা বাদ দিয়ে আমাদের সবাইকে প্রতিজ্ঞা করতে হবে শুধু নিজেদের না, আমাদের সবাইকে নিয়ে কাজ করার জন্য।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনও চিন্তা করেননি আমার। উনি চিন্তা করেছেন আমাদের। তাই আমরা আজ বাংলাদেশ পেয়েছি, লাল-সবুজের পতাকা পেয়েছি।’

মেয়র বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতদিন কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর একটি বাসাও ঢাকায় নেই। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, আমার বাসা লাগবে না। আমার বাসা আছে গোপালগঞ্জে। এমন প্রধানমন্ত্রী পেয়েছি এটা আমাদের ও দেশের ভাগ্য।’

আতিকুল বলেন, ‘আজ বিডি ক্লিনের অষ্টম জন্মদিন। এই আট বছরে ৫৭টি জেলায় ও ১৫৭টি উপজেলায় ৪৬ হাজার সদস্য আছে। আমার মনে হয় পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য এর থেকে বড় অর্গানাইজেশন আর কারো নেই। আমার সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের অনেক দিনের পরিচয়।’

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.