ভাড়াটিয়া ছদ্মবেশে যেভাবে প্রতারণা করতেন ‘স্বামী-স্ত্রী’

দেশের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া ছদ্মবেশে বাসায় প্রবেশ করে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে নারীদের স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতাসহ দুজনকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এ সময় তাদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন, দুটি স্বর্ণের কানের দুল, একটি ইমিটেশন নেকলেস, প্লাস্টার মোম, দুটি মোবাইল এবং নগদ ৫০০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. আলী হাসান সোহেল (৫৫) ও মোছা. সালমা (৫৩)।

মঙ্গলবার (৪ জুন) কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

তিনি বলেন, গত ৩০ এপ্রিল খুলনার বানরগাতী এলাকার একটি বাড়িতে ভাড়াটিয়া সেজে কৌশলে বাড়ির মালিকের স্ত্রীর থেকে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী খুলনার সোনাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এছাড়াও কুমিল্লা, নরসিংদী, চট্টগ্রাম, যশোর, খুলনা ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া সেজে বাড়ির নারীদের সঙ্গে সখ্যতা তৈরি করে অভিনব কায়দায় তাদের কাছ থেকে স্বর্ণালংকার, টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার ঘটনা পরিলক্ষিত হয়।

কমান্ডার আরাফাত ইসলাম আরো বলেন, সোমবার (৩ জুন) রাতে নরসিংদী থেকে আলী হাসান ও তার সহযোগী সালমাকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও প্রতারণার কাজে ব্যবহৃত জিনিসপত্র জব্দ করা হয়েছে।

প্রায় ৪ বছর ধরে ৭ থেকে ৮ জনের চক্রটিকে আলী হাসান নেতৃত্ব দিয়ে আসছিলেন জানিয়ে র‍্যাবের মুখপাত্র বলেন, দেশের বিভিন্ন জেলায় এমন কৌশলে তারা অলংকারসহ টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়েছেন। সিসিটিভি ফাঁকি দিতে মুখে মাস্ক ও বোরকা পরতেন চক্রটির সদস্যরা।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.