নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জিএমবি) দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ও বিশেষ ট্রাইবুনাল-৭ এর বিচারক মোসাম্মাৎ কামরুন নাহার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বন্দর উপজেলার ফরাজীকান্দার সরদারবাড়ীর মৃত কামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম ও একই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মাহবুব।

একইসঙ্গে আদালত তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমীন আহমেদ।

মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের একটি দল ২০০৬ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইলের বায়না বাইপাস সড়ক থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ জেএমবি সদস্য সাইফুলকে গ্রেপ্তার করে।

“পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ২০০৭ সালের ৭ জানুয়ারি রাতে তাকে নিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফরাজীকান্দায় মাহবুবের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ২১টি দেশে তৈরি হ্যান্ডগ্রেনেড, পাওয়ারজেল ও তিনটি জিহাদী বইসহ মাহবুবকে গ্রেপ্তার করা হয়।”

এ ঘটনায় পরদিন র‌্যাব-১১ এর উপসহকারী পরিচালক (ডিএডি) আবদুস সালাম বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনের ৪ ও ৫ ধারায় মাহবুব ও সাইফুল ইসলামকে আসামি করে বন্দর থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০০৭ সালের ৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০০৯ সালের ১৫ ফেব্রুয়ারি মামলার বিচার শুরু হয় বলে জানান তিনি।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.