মাদকবিরোধী অভিযানে হামলা, দুই পুলিশ সদস্যসহ আহত ৬

শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ৬ জন।

আটক করা হয়েছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ ৩ জনকে।

বুধবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে রাধানগরের সিংগা প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। আহতরা ও আটক দুজনের সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিকেলে রাধানগরে পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন অভিযানে যায়। এ সময় পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান রাজিবসহ তার অনুসারীরা অভিযানকারীদের আটকে ফেলে। খবর পেয়ে থানা থেকে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে যায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে আসাদুজ্জামান রাজিব ও তার অনুসারীরা হামলা চালায়। এ সময় পুলিশের ২ সদস্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চারজন আহত হন। পরে অভিযান চালিয়ে রাজিবসহ ৩ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় কাউন্সিলর আসাদুজ্জামান রাজিব ও তার অনুসারীরা আমাদের আটক করে রাখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সেখানে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এ ঘটনায় ছয় জন আহত হন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.